ন্যায্যমূল্যে পূর্ণ গতির ইন্টারনেট দাবিতে পিসি হেল্পলাইন বিডির উদ্যোগে মানববন্ধনের ডাক,


ন্যায্যমূল্যে পূর্ণ গতির ইন্টারনেট দাবিতে পিসি হেল্পলাইন বিডির উদ্যোগে মানববন্ধনের ডাক, সময় এসেছে পথে নামার !! ( ৩১ মে জাতীয় প্রেসক্লাব, ঢাকা )

13513_340782492710673_1546556032_n-624x247

বর্তমানে অনেক ছাত্র ছাত্রী ও যুবক যুবতী ভাই বোনেরা ঘরে বসেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রতিদিন বৈদেশিক মুদ্রা দেশে এনে দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে, পড়ালেখার খরচ জোগানোর পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হচ্ছেন কোন প্রকার সরকারি বেসরকারি উদ্যাগ ছাড়াই ।
অত্যন্ত দুঃখের বিষয় দফায় দফায় ইন্টারনেটের ডাটার দাম কমলেও গ্রাহক পর্যায়ে কোন প্রভাব পরে নাই, রক্তচোষা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান গুলো একদিকে যেমন গলাকাটা মূল্য নিচ্ছে অপরদিকে ইন্টারনেটের ধীরগতির জন্য আমাদের বায়ার হারাতে হচ্ছে , তাই www.pchelplinebd.com উদ্যোগ নিয়েছে মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে আমাদের সমস্যাগুলো নীরব ও শান্তিপূর্ণভাবে তুলে ধরবে ।

আমাদের দাবীসমূহঃ

১, দফায় দফায় ডাটার দাম কমলেও গ্রাহক পর্যায়ে কোন প্রভাব পরে নাই, আমরা চাই সরকার
১ জিবি ডাটার দাম ৫০ টাকা ও ৫ জিবির দাম ২০০ টাকা নির্ধারণ করে দিবেন ।

২, ফ্রিল্যান্সার ও ইকমার্সের স্বার্থে বাংলাদেশে দ্রুত পেপাল চালুর ব্যাপারে সরকারি জরুরী উদ্যাগ নিতে হবে ।

৩, ইন্টারনেটের ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করে ইন্টারনেটের নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।

৪, ইন্টারনেট সেবাদানকারী মোবাইল কোম্পানি গুলোর স্বেচ্ছাচারিতা রোধে একটি বিশেষ সেল গঠন করতে হবে ।

৫, ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহিত ডাটা পরের বার ডাটা প্যাকেজ চালু করার
সাথে সাথে যোগ করে দিতে হবে ।

৬, গনমাধ্যমে আনলিমিটেডের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রতারিত করা যাবেনা ।

৭, ফ্রিলান্সিং এর ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে, ব্যাংক কর্মকর্তা দ্বারা ফ্রিল্যান্সারদের সকল হয়রানী বন্ধ করতে হবে ।

আমাদের দাবী পুরন কর , আমরাই ডিজিটাল বাংলাদেশ গড়বো ।

আপনিও এই সময়ের দাবী ও ন্যায্য দাবীতে এক হয়ে ইভেন্টে যোগ দিন, প্রানের এই দাবী পুরনের জন্য ইভেন্ট ও মানব বন্ধনে অংশ নিন। ইভেন্ট লিংক – https://www.facebook.com/events/628859240476086/628873140474696
* একমত হলে শেয়ার ও ট্যাগ করে সবার মাঝে ছড়িয়ে দিন । দলে দলে যোগ দিন । যেন এক মানববন্ধন এ ব্যান্ডউইথ এর কলিজা কেঁপে উঠে ।

Posted on মে 18, 2013, in অনান্য. Bookmark the permalink. 2 টি মন্তব্য.

  1. আমরা ফেইসবুকে সারাদিন নেটের দাম কমানোর জন্য লাফা লাফি করে কোন লাভ নেই♥
    এখন আমরা সবাই একহয়ে একটা দিন ঠিক করে ওই দিন সবাই একসাথে আন্দোলন করতে হবে।
    তখন ওই জিনিসটা মিডিয়ার চোখে পডবে বলে আমাকে আমার এক পরিচিতো মিডিয়া কর্মি বলেছেন।
    তাই আমরা আগামী 22শে মে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত সবাই একসাথে শুধু মেগাবাইটের দাম কমানোর জন্য অনলাইন আন্দোলন চালিয়ে যেতে হবে বিভিন্ন সষ্টাটাসের মাধ্যমে।
    সবাই ব্যাপারটা পুরা ফেইসবুক জগতেকে জানিয়ে দিন?
    “ইনশাআল্লাহ সবাই এক থাকলে আমরা সফল হবোই”
    অনলাইন আন্দোলনে আপনার যোগদান অব্যশই আশা করি।
    আমাদের সাথে থাকবেন নয়া দিগন্ত প্রত্রিকা।
    আমরা সফল হবোই।

এখানে আপনার মন্তব্য রেখে যান