ফেসবুক ফেনপেজের ইউআরএল (URL)আপনার পচ্ছন্দের নাম দ্বারা পরিবর্তন করুন


বিসমিললাহির রামমানির রাহিম, আসসালামু আলাইকুম-আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং খোদার রহমতে খুব ভালো আছি। কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করছি।

ফেসবুক ফেনপেজের ইউআরএল (URL)-কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা পরিবর্তন করতে নিচের সহজ ধাপগুলি অনুসরন করুন।

ফেসবুক ফেনপেজের বাইডিফল্ট ইউআরএল নিম্নরুপ হয়েথাকে যা দেখতে অনেকবড়, এলোমেলো, এবং বিরক্তিকর লাগে।

http://www.facebook.com/pages/tech-computer-bd/399994180030084

কিন্তু আপনাদের দেখাব কিভাবে নিম্নের মত একটি স্বচ্ছ, সুন্দর ও ছোট ইউআরএল তৈরি করা যায় যা সহজেই মোনেরাখা যায়।

http://www.facebook.com/TECHComputerBD

ফেসবুক ফেনপেজের ইউআরএল (URL)-কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা পরিবর্তন করতে নিচের সহজ ধাপগুলি অনুসরন করুন।

  • এখন যে পেজটি ওপেন হয়েছে তারমাধ্যমেই আপনি আপনার ফেসবুক ফেনপেজের ইউজারনেম সেট করতে পারবেন। এবার নিচের ডোপডাউন মেনুথেকে আপনি আপনার যে পেজের ইউআরএল পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন।

FV Username

  • এখন একটি খালি বক্স ওপেন হবে, যেখানে আপনি আপনার পচ্ছন্দের আইডি/ইউজারনেম দিয়ে “Check Availability” বাটনে ক্লিক করুন।

FBFV Username1

 

নোট: আপনার ফেনপেজের ইউআরএল-কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা এবার পরিবর্তন করারপর আর কখনও আগেরনামে পরিবর্তন করতে পারবেন না! (তাই একটু ভাল করে ভাবুন)।

  • এখন যদি আপনার পচ্ছন্দের আইডি/ইউজারনেম “available”-মানে আপনি আইডিটি ব্যবহার করতে পারবেন দেখায় তাহলে দেরিনা করে “OK” চাপুন। ব্যস কাজ শেষ।

এবার উপভোগ করুন আপনার ফেনপেজের ছোট ও সুন্দর URL এবং শেয়ার করুন সবার সাথে। ভাললাগলে জানাবেন ।

আর যদি ভুল হয় ক্ষমা সুনন্দর দৃষ্টিতে দেখবেন।

Posted on জুন 7, 2013, in টিপস এন্ড ট্রিকস, ফেসবুক. Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

এখানে আপনার মন্তব্য রেখে যান