বইঃ বড় শির্ক কি ও কত প্রকার


প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না

রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে- 

boro-sirk1লেখকঃ শেইখ মুস্তাফিজুর রহমান মাদানী

সংক্ষিপ্ত বর্ণনাঃ শির্ক বলতেই তা আল্রাহ্ তা’আলার প্রতি এক বড় যুলুম। তবে তার মধ্যে কিছু রয়েছে বড়। আর কিছু রয়েছে ছোট। বড় শির্ক এমন একটি ভয়াবহ অপরাধ যা তাতে লিপ্ত ব্যক্তিকে ইসলামের গণ্ডী থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়। এ জাতীয় লোকের সকল আমল বিনষ্ট হয়ে যায়। তার জান ও মালের কোন নিরাপত্তা থাকেনা। কোন ঈমানদার ব্যক্তি তার সাথে কোন ধরনের বন্ধুত্ব পাতাতে পারেনা। আল্লাহ্ তা’আলা তাওবা ছাড়া এ জাতীয় শির্ক কখনোই ক্ষমা করেননা। এতে লিপ্ত ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। জাহান্নামই হয় একমাত্র তার চিরস্থায়ী ঠিকানা। এরপরও এ জাতীয় শির্কের আজ যত্রতত্র ছঢ়াছড়ি। এর অনেকগুলো কারণ তো অবশ্যই রয়েছে। তবে এগুলোর মধ্যকারসর্ব প্রথম কারণ মূর্খতাটাই সব চাইতে বেশি চোখে পড়ার মতো। তাই এ ব্যাপারে সুস্পষ্ট ধারনা পাওয়ার জন্য”বড় শির্ক কি ও কত প্রকার” বইটি ডাউনলোড করুন।

ডাউনলোড

শির্ক বলতেই তা আল্রাহ্ তা’আলার প্রতি এক বড় যুলুম। তবে তার মধ্যে কিছু রয়েছে বড়। আর কিছু রয়েছে ছোট। বড় শির্ক এমন একটি ভয়াবহ অপরাধ যা তাতে লিপ্ত ব্যক্তিকে ইসলামের গণ্ডী থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়। এ জাতীয় লোকের সকল আমল বিনষ্ট হয়ে যায়। তার জান ও মালের কোন নিরাপত্তা থাকেনা। কোন ঈমানদার ব্যক্তি তার সাথে কোন ধরনের বন্ধুত্ব পাতাতে পারেনা। আল্লাহ্ তা’আলা তাওবা ছাড়া এ জাতীয় শির্ক কখনোই ক্ষমা করেননা। এতে লিপ্ত ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। জাহান্নামই হয় একমাত্র তার চিরস্থায়ী ঠিকানা। এরপরও এ জাতীয় শির্কের আজ যত্রতত্র ছঢ়াছড়ি। এর অনেকগুলো কারণ তো অবশ্যই রয়েছে। তবে এগুলোর মধ্যকারসর্ব প্রথম কারণ মূর্খতাটাই সব চাইতে বেশি চোখে পড়ার মতো। তাই এ ব্যাপারে সুস্পষ্ট ধারনা পাওয়ার জন্য”বড় শির্ক কি ও কত প্রকার” বইটি ডাউনলোড করুন।

Posted on জুলাই 15, 2013, in ই-বুক, ইসলামের আলো. Bookmark the permalink. 4 টি মন্তব্য.

  1. Hi friend!

    I’ve just heard from a friend about that amazing stuff, I’m so excited, you’ve got to take a look http://as80.joleenwillis.com

    Sent from my iPhone, hasantuhin30

  2. Dear friend!

    Just take a look at this cool stuff, it is really awesome and I guess you may like it too, check it out http://www.woozzle.com/resource.php?7b7a

    Yours sincerely, Tony Harrington

  3. Dear,

    I’ve recently found some amazing information, you might like and I think it is worth reading! Just take a look http://modulsv.ru/medal.php?2e2f

    Later, Candace Hawk

  4. Hello,

    Have you seen the weather forecast for the next week? They say it’s going to be rainy all week long, take a look here http://palupibangka.com/alone.php?dcdd

    In haste, Deanna Moseley

এখানে আপনার মন্তব্য রেখে যান