হাজার হাজার Mp3 গান এর ভিতরে এক ক্লিকে আপনার ছবি যুক্ত করুন ।


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?

Mp3 গান বাজানোর সময় যার তার ভাল মন্দ ছবি মিউজিক প্লেয়ারে অথবা মোবাইলে দেথতে হয়।প্রখমে যখন ‍উইন্ডোস XP use করতাম , তখন ‍উইন্ডোস মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আমি অনেক কষ্ট করে পছন্দের Mp3গান গুলাতে একটা একটা করে  ছবি যুক্ত করতাম । আর এখন ‍উইন্ডোস 7 use করি , যাতে মিডিয়া প্লেয়ারের মাধ্যমে ছবি যুক্ত করার কোন পদ্ধতিই নাই । আর এত দিন কারো কাছে এটা পাই নাই । 2 দিন আগে উঠে-পডে লাগলাম এইটার পেছনে ।অবশেষে পেয়ে গেলাম একটা সুন্দর ও মাত্র 2.51 MB এর ছোট সফটওয়্যার । যাতে করে SETUP/INSTALL দেওয়ার পর DESKTOP ICON  “Mp3tag” এ ডাবল ক্লিক করলে  নিচের মত পর্দা আসবে।

 

first “add directory” তে ক্লিক করে পছন্দের ফোল্ডারটি নির্বাচন করে নিতে হবে। তারপরে  mp3 গান  গুলোর সব গুলে হলে সব সিলেক্ট করতে হবে নতুবা একটা হলে তা

সিলেক্ট করে  title,  artist , albam etc change করতে পারেন। অতপর বামের নিচে কোনে ‍একটা চতুর্ভুজ ঘর যাতে ডান বাটন ক্লিক করে প্রথমে  ” remove cover” করে  “add cover”  তার পর আপনার ছবিটি  দেখিয়ে দিয়ে  save করুন ।

কাজ শেষ।

এভাবে একবারে কয়েক হাজার  mp3 এ ছবি যুক্ত করতে পারবেন ।

এই সফটওয়্যার এর কোন রেজিষ্টেশন বা অ্যাকটিভ ঝামেলা নেই ।

Mp3tag এর সরাসরি ডাউনলোড লিংক দিলাম।

ধন্যবাদ সবাইকে যারা পড়বেন আর আশা করি  সবাইকে শেয়ার করবেন।

Posted on অগাষ্ট 28, 2013, in ডাউনলোড, সফটওয়্যার. Bookmark the permalink. ১ টি মন্তব্য.

  1. Hi!

    I’ve just seen some amazing products, you’ll definitely like it too, please take a look http://exalead.mai.org.my/b0wuhm/yvsdbh35/local_n.php?8485

    Typos courtesy of my iPhone, June Felix

এখানে আপনার মন্তব্য রেখে যান