Category Archives: মোবাইল

কিভাবে মোবাইল দিয়ে ফেসবুক পেজে ছবি আপলোড করবেন


THINK CREATIVE BE POSITIVE

আসসালামু আলাইকুম।

টাইটেল দেখে ভাবছেন এ আবার নতুন কি। হ্যা নতুন। আমাদের দেশ এতটা উন্নত নয় যে, নিত্য নতুন প্রযুক্তি পন্য সবাই ব্যবহার করতে পারে। বিশ্বে এখন এন্ড্রয়েট এর ছড়াছড়ি। কিন্তু তার পরেও আমার মত কেউ আছেন যারা বিভিন্ন জাভা বা সিম্ব্রিয়ান নকিয়া সেট ব্যবহার করছেন। Read the rest of this entry

ফোনের স্ক্রিনে সব সময় আপনার account ballance উঠে থাকলে কেমন হবে?


Read the rest of this entry

অসাধারন মজার Action গেম জাভা এবং সিম্বিয়ানের জন্য। – NOVA


এমন মানুষ খুজে পাওয়া কষ্টকর যে শুটিং গেম পছন্দ করে না। আজ আমি আপনাদের একটা চমৎকার শুটিং / একশন গেমের রিভিউ দেখাবো –   জাভা (s40) এবং সিম্বিয়ান (s60) ফোনের জন্য। Read the rest of this entry

নকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভাঙ্গা এখন কোন ব্যাপারই না


পাসওয়ার্ড ভুলে যাওয়া যে কোন মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। কিন্তু ব্যাপারটা মোবাইলের ক্ষেত্রে ঘটলে একটু বেশি বিপত্তিই দেখা দেয়। কারণ কম্পিউটার এর থেকে মোবাইলের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। অনেকে সিকিউরিটির কথা ভেবে মোবাইলের সিকিউরিটি কোড পরিবর্তন করে রাখে। কিন্তু সেই কোডটি ভুলে গেলে দেখা দেয় বিপত্তি। আর সেই কোড ভাঙ্গতে আমরা চলে যাই মোবাইল সার্ভিসিং এর দোকানে আর বাধ্য হয়েই তাদের চাহিদামত পেমেন্ট করতে হয়।
আর এই সমস্যা থেকে আপনাকে খানিকটা মুক্তি দেওয়ার জন্য আজ আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার নকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভাঙ্গার জন্য মাস্টার কোড পেতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে আপনার মোবাইলের (*#06# চেপে ) IMEI কোডটি কোথাও/নোটপ্যাডে লিখে রাখুন।
২। এরপর এই লিঙ্কে চলে যান।
৩। এরপর নিচের ছবিতে নির্দেশিত বক্সে সেই ইএমইআই কোডটি প্রবেশ করান।

মোবাইল ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার ৭ টি উপায়


হ্যালো বন্ধুগণ। কেমন আছেন সকলে, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সামনে উপস্থাপন করছি মোবাইল ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার ৭ টি গুরুত্বপূর্ণ উপায়। অনেক সময় দেখা যায় ব্যাটারি এর কারণে আমাদের অকারনে ভোগান্তি বেড়ে যায়। আর সেকারনে আমাদের জেনে রাখা দরকার কেন ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়না। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই এজন্য আমাদের করনীয় কি… Read the rest of this entry

ফ্রী মোবাইল কন্টেন্ট ডাউনলোডের জন্য কয়েকটি অসাধারন ওয়েবসাইট


মোবাইলেই ব্লগ পড়ে আজকাল বেশী সময় কাটানো হয়। তাই আজকে ভাবলাম কিছু মোবাইলের জন্য দরকারী লিঙ্ক শেয়ার করি। আমরা মাঝেমাঝে মোবাইলের দরকারী সফটওয়্যার, ওয়ালপেপার, রিংটোন, এর জন্য গুগল এ সার্চ দিয়ে থাকি। আমার বুকমার্কে থাকা কয়েকটি ভাল ওয়েবসাইট এর লিঙ্ক ছিল, ভাবলাম শেয়ার করে ফেলি। এই সব সাইট থেকে প্রায়ই গেমস, সফটওয়্যার, ওয়ালপেপার, রিংটোন ডাউনলোড দিয়ে থাকি। সবই ফ্রী  তাই চলে ইচ্ছা মত ডাউনলোড। তাহলে চলুন দেখে ফেলি সাইটগুলো। Read the rest of this entry

আপনার মোবাইল দিয়ে আপনার কম্পিউটারকে সম্পুর্ণভাবে কন্ট্রোল করুন


মোবাইল দিয়ে অনেকেই নিজের কম্পিউটার কন্ট্রোল করেছেন । আমি নিজেও করেছি । কিন্তু Telexy Networks এর SymRDP প্রোগ্রামটি রিমোট ডেস্কটপকে নতুনভাবে পরিচয় করে দিয়েছে মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে । Read the rest of this entry

নিচের নম্বরটি ডায়াল করে খুব সহজেই নিজের মোবাইল নম্বর জেনে নিন


☀ আপনি কি আপনার মোবাইল নম্বর টি জানেন ? নিচের নম্বর গুলো ডায়াল করলেই আপনার নম্বর টি জানতে পারবেন ——-

মেমরী কার্ড লক হলে যা করবেন


সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। মোবাইল ব্যবহার করেন না এমন লোক সম্ভবত এখন খুজে পাওয়া যাবে না আর এখন প্রায় সকল মোবাইল সেট মাল্টিমিডিয়া যুক্ত অর্থাত তাতে মেমরী কার্ড থাকবেই। মোবাইল দিয়েই এখন কিছুটা হলেও কম্পিউটারের চাহিদা পূরণ করা যায়। গান শোনা, ভিডিও দেখা ও গেমিং ইত্যাদি থেকে শুরু করে প্রায় বেশিরভাগ বিনোদনই মোবাইল দিয়েই করা যায়। তাই এই সব বিনোদনের জন্য মোবাইলে মেমোরী কার্ড একটি অপরিহার্য বস্তু। এবং এইসব কিছুর জন্য মেমোরী কার্ডের দিকেই ঝুকে থাকতে হয়। মেমোরী কার্ডে পারসোনাল অনেককিছুই রাখা হয়। তাই আমরা সাধারণত মেমোরীকার্ডকে পাসওয়ার্ড প্রটেক্ট করে রাখি। যাতে মেমোরীকার্ডটি অন্যজন ব্যবহার করতে না পারে। এখন যদি আপনার পাসওয়ার্ড না মনে থাকে? আজকে আমি আপনাদেরকে একটি পদ্ধতি দেখাব যার মাধ্যমে আপনি অনায়াসে আপনার মেমোরী কার্ডটি আনলক করতে পারবেন। তবে আপনার মেমোরী কার্ডে থাকা ফাইলগুলি আর ফেরৎ পাবেন না।

মেমোরী কার্ড আনলক করার জন্য আপনাকে নোকিয়ার সিম্বিয়ান অপারেটিং সিস্টেম এর S60 3rd, 5th, Symbian^3 ও Symbian Anna এডিশন এ চালিত যেকোন একটি সেট লাগবে। এবং সেই সেটের ফোন মেমরীতে একটি ফাইল ম্যানেজার অবশ্যই ইন্সটল করা থাকতে হবে।

* Nokia 5530 Xpress Music সেটটি দিয়ে এই পদ্ধতিটি বর্ণনা করছি-
*আপনার পাসওয়ার্ড ভূলে যাওয়া মেমোরী কার্ডটি সেটে ঢুকান। পাসওয়ার্ড চাইলে Cancel করে দিন।
*আপনার ফাইল ম্যানেজারে (File Manager) যান। এবং মেমোরী কার্ডে প্রবেশ করুন।
*এরপর Options এ ক্লিক করে Memory Card Options থেকে Format এ ক্লিক করুন।

এখানে আপনি অনায়াসে মেমরী ফর্মাট করতে পারবেন। তার পর যে কোন মোবাইলে তা ব্যবহার করুন।

ধন্যবাদ সবাইকে।

নিয়ে নিন গ্রামীনফোনের সব ওয়েলকাম টিউন এবং বিস্তারিত পদ্ধতি!


বিসমিল্লাহীর রহমানীর রাহীম।

আমরা যারা গ্রামীনফোন ব্যবহার করি তাদের কাছে অনেক জনপ্রিয় ভ্যালু-এড্যাড সার্ভিস গুলোর মধ্যে ওয়েলকাম টিউন অন্যতম একটি সেবা। যা একজন মোবাইল ব্যবহারকারীর রুচি ও মানসিকতা অন্যের কাছে ফুটিয়ে তোলে। কিন্তু অনেকেই আছেন যারা তাদের মনের মতো গান অথবা সূরা ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে চান। কিন্তু কোন পদ্ধিতে তা করা হবে এটা অজানা থাকার কারণে বা পছন্দের ওয়েলকাম টিউনের কোড না জানার কারনেও অনেকেই এই সার্ভিসটি ব্যবহার করা থেকে বঞ্চিত আছেন। তাই তাদের জন্য আজকের এই পোস্ট।


 ওয়েলকাম টিউনঃ

ওয়েলকাম টিউন হলো একধরনের ভ্যালু-এড্যাড সার্ভিস। যার মাধ্যমে কোন গ্রাহক অন্য গ্রাহককে ফোন করলে রিং বাজার শব্দের পরিবর্তে ঐ গ্রাহকের পছন্দের গানটি বেজে ওঠে। এর ফলে যেমন অন্যজন ফোন করার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন তেমনি ঐ গ্রাহকের রুচিরও পরিচয় মেলে। তবে ওয়েলকাম টিউন নামক এই সার্ভিসটি উপভোগ করতে আপনাকে প্রতিমাসে ৩৪ টাকা ৭৫ পয়সা গুনতে হবে । এছাড়াও পছন্দের গানটি ডাউনলোড করতে অতিরিক্ত ১৭ টাকা ২৫ পয়সা ডাউনলোড চার্জ হিসেবে প্রদান করতে হবে। আমি আপনাদের জন্য ১০ হাজারেরও বেশী ওয়েলকাম টিউনের কোডের বিশাল সমুদ্র নিচে দিয়ে দিলাম। আশা করি সেখানে খুজে পাবেন আপনার পছন্দের গানটি !!

ডাউনলোডঃ

গ্রামীনফোন হতে সংগ্রহীত

 

ওয়েলকাম টিউন যেভাবে সেট করবেনঃ

  • আপনার মোবাইলের মেসেজ অপশনে যান তারপর,
  • WT ওয়েলকাম টিউনের কোড লিখে পাঠিয়ে দিন 4000 নম্বরে
  •  গানটি আপনার ”মাই গ্যালারি” যোগ হবে এবং আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন।

 ওয়েলকাম টিউন সার্ভিসটি কিছু দিনের জন্য বন্ধ ও পুনরায় চালু করাঃ

  • পূর্বে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান তারপর ,
  • বন্ধ করার জন্য Off লিখে পাঠিয়ে দিন 4000 নম্বরে।
  • আবার পুনরায় চালু করার জন্য On লিখে পাঠিয়ে দিন 4000 নম্বরে।

(এর পরেও আপনার ক্রয়কৃত টিউনগুলো মাই গ্যালারীতে থেকে যাবে যার ফলে আপনাকে প্রতিমাস অন্তর মাসিক চার্জ কেটে নেয়া হবে)

ওয়েলকাম টিউন স্থায়ীভাবে বন্ধ করবেন যেভাবেঃ

  • আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে Stop লিখে পাঠিয়ে দিন 4000 নম্বরে।

(স্থায়ীভাবে বন্ধ করলেও পরের দু মাস পর্যন্ত ক্রয়কৃত ওয়েলকাম টিউনগুলো মাই গ্যালারি থেকে যাবে)

ওয়েলকাম টিউন সার্ভিস পুনরায় চালু করবেন যেভাবেঃ

ওয়েলকাম টিউন স্থায়ীভাবে বন্ধ করলেও পরের দু মাসের মধ্যে পুনরায় চালু করলে আপনার ক্রয়কৃত ওয়েলকাম টিউনগুলো ‘মাই গ্যালারি’তে ফেরত পাবেন। সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক চার্জ কেটে নেয়া হবে।পুনরায় ওয়েলকাম টিউন চালু করতে নিচের নিয়ম অনুসরণ করুন।
  • আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SUB লিখে পাঠিয়ে দিন 4000 নম্বরে।

 ওয়েলকাম টিউন উপহার দিনঃ

আপনি চাইলে আপনার গ্রামীণফোন সিম থেকে অন্য যেকোন গ্রামীণফোন নম্বরে ওয়েলকাম টিউন উপহার হিসেবে দিতে পারেন। এর জন্য আপনার এবং যে নম্বরে পাঠাবেন দুজনেরই ওয়েলকাম টিউন চালু থাকতে হবে।

ওয়েলকাম টিউন উপহার হিসেবে পাঠাবেন যেভাবেঃ

প্রিয়জনকে নিচের উপায়ে ওয়েলকাম টিউন পাঠাতে পারেন:

G  ওয়েলকাম টিউনের কোড যে নম্বরে পাঠাবেন সেটা লিখে পাঠিয়ে দিন 4000 নম্বরে।
আপনার উপহারের জন্য এসএমএস পাঠানোর পর গানটি তার গ্যালারিতে যোগ হবে এবং সে নিচের মত একটি এসএমএস পাবে:
“You have received a Welcome Tune in your gallery from 017xxxxxxxx, Tune name (Song Name). To set the Welcome Tune, sms SET xxxxxxx to 4000 (Free).”

গানটি প্রিয়জনের কাছে পৌঁছে যাবার পর আপনি নিচের মত এসএমএস পাবেন:

“You Welcome Tune Gift has been successfully delivered to 017xxxxxxxx and you have been charged with TK 15 (+15% VAT). Thank You. “

উপহার পাওয়া গান যেভাবে ওয়েলকাম টিউন হিসেবে সেট করবেন:

SET  এসএমএস এ পাওয়া ওয়েলকাম টিউনের কোড লিখে পাঠিয়ে দিন 4000 নম্বরে।

গানটি ওয়েলকাম টিউন হিসেবে সেট হলে আপনি নিচের মত আরেকটি এসএমএস পাবেন:
“You have successfully set Welcome Tune Code , Tune Name and Singer Name .”

(ওয়েলকাম টিউন উপহার হিসেবে পাঠানোর জন্য প্রেরকের খরচ হবে ১৭.২৫ টাকা।আর গানটি সেট করতে কোন খরচ হবে না।)